বোগেনভেলিয়া ফুল গাছের পরিচর্যা
আপনার গাছ গুলিকে নতুন বড় টবে স্থানান্তরিত করতে হবে। তার আগে উপরের ডালপালা খানিকটা করে ছেঁটে দিন। নতুন টবে পচা গোবর সার, কেঁচো সার ও মাটি মিশিয়ে ভরতে হবে। নতুন টবে গাছ বসানোর সময়ে শিকড়গুলি কিছুটা করে ছেঁটে দিতে হবে। হাল্কা করে জল দিতে হবে প্রতি দিন। গাছ লেগে গেলে এক মাসের পচানো খোলের নির্যাসের সঙ্গে 10 গুন পরিস্কার জল মিশিয়ে প্রতেক টবে 1-2 কাপ করে ঢেলে দিন। এটা এক মাস অন্তর পরপর তিন বার করতে হবে। খোল দেওয়ার সাত দিন লিটার জলে 2.5 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে।