Stydy of you
নাম্বার বাধা নয়
নিউট্রিশন বা পুষ্টিবিগজ্ঞান নিয়ে পড়ে সরকারি, বেসরকারি হাসপাতাল ছাড়াও খাদ্য প্রক্রিয়াকরন কেন্দ্র, ফার্মাসিউটিক্যাল সংস্থায় চাকরি মেলে। স্কুল-কলেজে পড়াতে পারেন। ব্যাক্তিগত কনসালটেন্ট হওয়া যায়। এই রাজ্যেও স্নাতক-স্নতকোত্তর স্তরে পড়ার সুযোগ আছে।
বিহারীলাল কলেজ ফর হোম অ্যান্ড সোশ্যাল সায়েন্স, আলিপুর:
স্নাতক ও স্নতকোত্তর স্তরে নিউট্রিশন পড়ানো হয়। স্নাতক স্তরে পড়তে চাইলে 10+2 ক্লাসে 50 শতাংশের উপর নাম্বার এবং অবশ্যই কেমিস্ট্রি থাকতে হবে।*এছাড়া ব্যারাকপুর রাষ্টগুরু সুরেন্দ্রনাথ কলেজ, কাঁচারাপাড়া কলেজ, হাবড়ার শ্রী চৈতন্য মহাবিদ্যালয়-সহ কলকাতার বিভিন্ন কলেজ নিউট্রিশন নিয়ে পড়ানো হয়। দূরশিক্ষাতেও পড়া যায়।*