Stydy of you
নাম্বার বাধা নয়
নিউট্রিশন বা পুষ্টি-বীজ্ঞান নিয়ে পড়ে সরকারি, বে-সরকারি হাসপাতাল ছাড়াও খাদ্য প্রক্রিয়া-করণ কেন্দ্র, ফার্মাসিটিক্যাল সংস্থায় চাকরি মেলে। স্কুল-কলেজে পড়াতে পারেন। ব্যাক্তিগত কনসালটেন্ট হওয়া যায়। এই রাজ্যেও স্নাতক-স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ আছে।
বর্ধমান ইউনিভার্সিটি:
নিউট্রিশনে বি.এস.সি পড়ানো হয়, এই বিশ্ববিদ্যালয়-এর অধীনে বর্ধমানের এম.ইউ.সি ওমেন্স আসানসোল গার্লস, ডঃ ভপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়, হরিপালের বিবেকানন্দ মহাবিদ্যালয়, বিষ্ণুপুরের রামানন্দ কলেজ, বাঁকুড়া সম্মিলনী, হুগলির অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়, ইটাচুনার বিজয় নারায়ণ মহাবিদ্যালয়, হুগলি ওমেন্স কলেজ। তিন বছরের স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য 10+2 ক্লাসে কমপক্ষে 45 শতাংশ নাম্বার থাকা জরুরি। সেপ্টেম্বরে ভর্তি প্রক্রিয়া চলে।*এছাড়া ব্যারাকপুর রাষ্টগুরু সুরেন্দ্রনাথ কলেজ, কাঁচারাপাড়া কলেজ, হাবড়ার শ্রী চৈতন্য মহাবিদ্যালয়-সহ কলকাতার বিভিন্ন কলেজ নিউট্রিশন নিয়ে পড়ানো হয়। দূরশিক্ষাতেও পড়া যায়।*