কারি পাতা গাছের পরিচর্যা
আপনার কারি পাতা গাছ বাড়ছে না বা পাতা হচ্ছেনা জানুন কারি পাতা গাছের পরিচর্যা করবেন কীভাবে
গাছের ডাল বছরে চার বার ছাঁটতে হয়। সেই ছাঁটা ডাল থেকে পাতা সংগ্রহ করে নেবেন। আর ফুল এলে সেটা ছেঁটে দিতে হবে। তা হলে পাতা বাড়বে। টবে গাছটা লাগানোর পূর্বে মাটি ভালো করে তৈরি করতে হবে। নিয়ম হচ্ছে টবের 1/4 ভাগ জৈব সার। যদি আগে থেকে গাছ টবে লাগানো হয়ে থাকে, তা হলে এই বেলা আলতো করে মাটি খুঁড়ে জৈব সার মিশিয়ে দিন।
এর পর গাছের গোড়ায় বরবটি, শিম বা ছোলার বীজ ছড়িয়ে দিন। দু’দিকে দু'টো ছোলা গাছ হলেই হবে। ওই গাছ মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে পুষ্টি সংগ্রহে সাহায্য করে।