Stydy of you
সুলুক সন্ধান
##মানবসম্পদ উন্নয়ন
*নিখরচায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সিডিটিপি ( কমিউনিটি ডেভলপমেন্ট থ্রু পলিটেকনিক ) প্রকল্পের অধীনে 16টি বৃত্তিমূলক পেশামুখী কোর্স পড়ানো হচ্ছে বাঁকুড়া জেলা জুড়ে। ঘন্টার ভিত্তিতে পড়ানো হয়। সবচেয়ে কম 150 ঘন্টার কোর্সটি বেসিক ট্র্যাক্টর সার্ভিসিং নিয়ে। সবচেয়ে বেশি (600 hour) 600 ঘন্টার কোর্সটি ইলেক্ট্রিক্যাল ওয়েল্ডার। কোর্স করার জন্য যোগাযোগ করুন স্থানীয় পঞ্চায়েতে। অথবা বিষ্ণুপুরের কে ভি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইন্টার কো-অর্ডিনেটর দিলিপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ফোন 9434000303।*
বিঃদ্রঃ**27-29 আগস্ট 'কনডেন্সড ম্যাটার ডে'র আয়োজন করেছে বিশ্বভারতীর পদার্থবিদ্যা বিভাগ। 15 জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন।**